সবশেষ র্যাঙ্কিংয়ে সেরা দশে ছিলেন। মোস্তাফিজুর রহমান আজ আরও বড় সুসংবাদ পেলেন। বোলারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন পাঁচ নম্বরে। এটাই ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং ২৩ বছর বয়সী বাঁহাতি পেসারের।
আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট পাওয়া মোস্তাফিজ পেয়েছেন ২৪ পয়েন্ট। পাঁচে উঠে আসা ফিজের রেটিং পয়েন্ট এখন ৬৯৫। চারে থাকা কাগিসো রাবাদার পয়েন্ট ৭০২। ৮৪১ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা জসপ্রীত বুমরাকে স্পর্শ কিংবা ছাড়ানো কঠিন হলেও মোস্তাফিজ প্রায় ধরে ফেলেছেন রাবাদাকে। যদিও এ বছর আর বাংলাদেশের ওয়ানডে নেই। আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে বছরের প্রথম ওয়ানডে সিরিজ খেলবেন মোস্তাফিজরা।
মোস্তাফিজের দিনে সুখবর পেয়েছেন তাঁর বন্ধু মেহেদী হাসান মিরাজও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের তরুণ অফ স্পিনার ১৯ ধাপ পেরিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা ২৮তম অবস্থানে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও মিরাজের মতো সিরিজে ৬ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৩তম অবস্থানে।