ক্রাইমবার্তা রিপোট : চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার দেবপুরে গ্রামে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন মাইনুদ্দিন সর্দার (৩৫) নামে এক ব্যক্তি।
আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার দেবপুরে গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্ত্রী ফাতেমা বেগম (২৪), দুই সন্তান মিথিলা (৫) ও পিয়াম (১)। তাদের বাড়ি একই এলাকায়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিম উদ্দন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে।
রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আর মামুন পাটোয়ারি জানান, মাইনুদ্দীন চট্টগ্রামে একটি বেকারি কারখানায় কাজ করতেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার মাইনুদ্দীন চট্টগ্রাম থেকে চাঁদপুর আসেন। তিনি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যু বিষয়ক একটি ভিডিও পোস্ট করেন। লাশগুলো এখনো ঘটনাস্থলে রয়েছে।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …