পরিস্থিতি নো ইলেকশনের দিকেই যাচ্ছে: ড. তোফায়েল

ক্রাইমবার্তা রিপোট ঢাকা  ঢাকা: হামলা-ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি নির্বাচন না হওয়ার দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ।
রোববার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ড. তোফায়েল আহমদে বলেন, নির্বাচনের প্রচার-প্রচারণার সময় সংঘাত ও হামলার ঘটনা দেখে মনে হচ্ছে পরিস্থিতি নো ইলেকশনের দিকে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে যে ধরপাকড় হচ্ছে তা মানুষের মধ্যে ভীতি প্রদর্শন করার চেষ্টা ছাড়া অন্য কিছুই না।
তিনি বলেন, যারা এসব করছে তারা হয়তো ভাবছেন, এটার বেনিফিট হচ্ছে মানুষ ভোট কেন্দ্রে গেল না। আমার তো মনে হচ্ছে তাদের সরল অংকটা ভুল হচ্ছে। তিনি বলেন, নির্বাচনটার দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। হামলা-বাধার ঘটনায় মানুষের মধ্যে আরো বেশি ক্ষোভ জমছে। আসলে এসব কাজ কী একটা দলকে পুরোপুরি নির্বাচনী বৈতরণী পার করে দিতে পারবে? আমি তো খুব সন্দিহান। আমার মনে হচ্ছে,  বিষয়টা অন্যদিকে নিয়ে যাচ্ছে। ইলেকশন না হওয়ার দিকে।

Check Also

২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ

ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।