হামলা-গ্রেফতারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে ঐক্যফ্রন্টের দু’দিনের আল্টিমেটাম

ক্রাইমবার্তা রিপোট  ঢাকা : প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর সরকারি দলের নেতাকর্মীরা হামলা করছে জানিয়ে ড. কামাল হোসেন বলেন, হামলা ও পুলিশি গ্রেফতারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আমরা দু’দিনের সময় দিয়েছে। আমরা বলেছি, দেশে সরকারি দলের লোকেরা যে সহিংসতা করছে তার বিরুদ্ধে একদিনের মধ্যে তদন্ত শেষ করে দু’দিনের মধ্যে এদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ দেখতে চাই।

আজ বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ড. কামাল হোসেন এসব কথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, সংবিধানে নির্বাচন কমিশনকে যথেষ্ট ক্ষমতা দেয়া আছে। কেন তারা সেই ক্ষমতা প্রয়োগ করছেন না তাদের আপনারা (সাংবাদিক) জিজ্ঞাসা করেন।

ড. কামাল আরও বলেন, ভোট প্রার্থীদের ওপর  ও তাদের সমর্থকদের ওপর এমন আক্রমণ আগে কখনো দেখিনি। তিনি বলেন, ঢাকা শহরে কোথায়ও ধানের শীষের প্রার্থীর পোস্টার লাগাতে দিচ্ছে না। সব জায়গায় সরকারি দলের লোকদের পোস্টারে রয়েছে, এমন চিত্র কোথায়ও দেখিনি।

Check Also

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

চাঁদপুরের নদীবেষ্টিত হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে থামানো অবস্থায় থাকা মেসার্স বৃষ্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।