ক্রাইমবার্তা রিপোট ঢাকা ঢাকা: হামলা-ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি নির্বাচন না হওয়ার দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ।
রোববার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ড. তোফায়েল আহমদে বলেন, নির্বাচনের প্রচার-প্রচারণার সময় সংঘাত ও হামলার ঘটনা দেখে মনে হচ্ছে পরিস্থিতি নো ইলেকশনের দিকে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে যে ধরপাকড় হচ্ছে তা মানুষের মধ্যে ভীতি প্রদর্শন করার চেষ্টা ছাড়া অন্য কিছুই না।
তিনি বলেন, যারা এসব করছে তারা হয়তো ভাবছেন, এটার বেনিফিট হচ্ছে মানুষ ভোট কেন্দ্রে গেল না। আমার তো মনে হচ্ছে তাদের সরল অংকটা ভুল হচ্ছে। তিনি বলেন, নির্বাচনটার দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। হামলা-বাধার ঘটনায় মানুষের মধ্যে আরো বেশি ক্ষোভ জমছে। আসলে এসব কাজ কী একটা দলকে পুরোপুরি নির্বাচনী বৈতরণী পার করে দিতে পারবে? আমি তো খুব সন্দিহান। আমার মনে হচ্ছে, বিষয়টা অন্যদিকে নিয়ে যাচ্ছে। ইলেকশন না হওয়ার দিকে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …