শীত-বৃষ্টির মুখে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন আ’লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

ক্রাইমবার্তা রিপোট : একদিকে প্রকোট শীত, অন্যদিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। আর এ পরিস্থিতিতেই টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য এবং সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী তার অবস্থান ধর্মঘট পালন করে যাচ্ছেন।

সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তিনি এ অবস্থান ধর্মঘট পালন করছেন।

সরেজমিন দেখা যায়, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবার লেপ-তোশকের সঙ্গে যোগ হয়েছে ছোট একটি খাট। সেটিতেই শুয়ে আছেন আবদুল লতিফ সিদ্দিকী। পাশে তার কর্মী-সমর্থকরা ব্যস্ত তাঁবু থেকে পানি সরানোর কাজে।

এ সময় কথা হয় লতিফ সিদ্দিকীর সঙ্গে। তিনি বলেন, তার দাবি এখন পর্যন্তও মানা হয়নি। বরং গভীর রাতে বর্তমান এমপি হাসান ইমাম খান সোহেল হাজারীর সমর্থকরা তার (লতিফ সিদ্দিকী) নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের মারধর করেছে।

প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। দাবি মানা না হলে তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন। তিনি না খেয়ে অবস্থান ধর্মঘট চালিয়ে যাবে

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।