শ্যামনগরে ধানের শীর্ষের প্রচার মাইকের চালককে মারপিট করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

 শ্যামনগর প্রতিনিধি:   সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে  প্রাচার বাঁধা দিতে চলছে নতুন নতুন কৌশল।   শ্যামনগরের সদরের  চিংড়ি খালী যাদবপুর গ্রামে আজ বিকাল ৪ টায় ধানের শীষের প্রচার মাইক প্রচারণায় নামলে তাতে বাধা দেয়ার অভিযোগ উঠে। সদরের  চিংড়ি খালী যাদবপুর  পৌঁছালে থানার সাবেক ছাত্রলীগ সভাপতি হাফিজুরের নেতৃত্বে প্রচার মাইকে ধাওয়া করা হয়।  এ সময় প্রচার  বাইকে থাকা দুই জন ধানের শীষের কর্মী দৌড়ে পালিয়ে যায় এবং ইজিবাইক চালককে মারধোর করে এবং তার কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে নেয় । অতপর ধানের শীষের প্রচার মাইক হাফিজুর ও তার সঙ্গিরা খুলে নিয়ে চলে যায়।

 

Check Also

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত

আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।