মঙ্গলবার সকাল থেকে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় তারা তাদের কার্যক্রম শুরু করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোহাম্মদ মহিউদ্দীন খন্দকার ও ৩৪ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আসাদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়োন করা হয়েছে। আইনশৃঙ্গলা দেখভাল করার পাশাপাশি তারা নিয়মিত টহল দেবে।
নির্বাচন উপলক্ষে বিজিবি টহল দিচ্ছে বলে তিনি জানান।