তালা(সাতক্ষীরা) সংবাদদাতা:
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কেশবপুর উপজেলার ভগতি গ্রামের সামাদ মোড়লের স্ত্রী ফরিদা বেগম (৫৫) ও পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের আব্দুল আলিমের পুত্র সায়াদ (১০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত মটর সাইকেল চালক সামাদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার সময় সামাদ মোড়ল তৈলকুপি গ্রামে মেয়ের বাড়ি বেড়াতে আসে। বাড়ি ফেরার সময় তার স্ত্রী ও নাতী সায়াদকে নিয়ে কেশবপুর গ্রামে ভগতি গ্রামে যাচ্ছিল। খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বকশিয়া নামক স্থানে পৌছালে মটর সাইকেল পিছলে যায় পিছন দিক থেকে ট্রাকে মটর সাইকেল আরোহীদের চাপা দিয়ে দ্রুত চলে যায় এ সময় চালক প্রানে বেচে গেলেও স্ত্রী ও নাতীর মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । ট্রাকটি আটক করেছে পুলিশ । পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …