প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের সাক্ষাৎ, শান্তিপূর্ণ নির্বাচনের আশা

ক্রাইমবার্তা রিপোট  প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশে ৩০শে ডিসেম্বরের নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ হবে। ওই নির্বাচন সরজমিন পর্যবেক্ষণে ৩২ জন মার্কিন পর্যবেক্ষক ঢাকা আসছেন। তাছাড়া ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ১১টি দলও ভোট-পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যান রবার্ট মিলার। প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাৎ-বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূত মিলার প্রধানমন্ত্রীকে বলেছেন, তার দেশ আশা করে আগামী ৩০শে ডিসেম্বর বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব বলেন, এ সময় প্রধানমন্ত্রী দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার দলের সংগ্রামের প্রসঙ্গ তুলেন। বলেন, বাংলাদেশের ৪৭ বছরের রাজনীতির ইতিহাসে একমাত্র আওয়ামী লীগই ২০০১ সালের নির্বাচনের পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল। টানা ১০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে তার সরকার তৎকালীন বিরোধী দলকে নির্বাচনকালীন সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিল।

কিন্তু তারা তা গ্রহণ না করে দেশে সন্ত্রাস, নৈরাজ্য এবং মানুষ হত্যা করেছে। এবারের নির্বাচনে প্রচারণায় হামলা হচ্ছে বলে বিরোধীদের তরফে যে অভিযোগ করা হচ্ছে সে সম্পর্কে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বর্তমান নির্বাচনকালীন সন্ত্রাসের শিকার হয়ে তার দলের দুজন কর্মীও প্রাণ হারিয়েছে। শেখ হাসিনা বলেন, তারপরও এ বিষয়ে আমি আমার দলের নেতা-কর্মীদের ধৈর্য ধারণের আহবান জানিয়েছি।

রোহিঙ্গা সদস্যার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এসব রোহিঙ্গার জন্য মিয়ানমারের এমন একটি পরিবেশ সৃষ্টি করা উচিত যাতে করে তারা নিরাপদে তাদের মাতৃভূমিতে ফেরত যেতে পারে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে দেশটির শীর্ষ পর্যায়ের যে অঙ্গীকার রয়েছে, সেটি দৃঢ়তার সঙ্গে পূর্ণব্যক্ত করেন নয়া দূত। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘শক্তিশালী’ আখ্যায়িত করে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র দুই পক্ষের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে জ্বালানি এবং এবং শিক্ষা খাতে আরো বৃদ্ধি করতে চায়।’ প্রধানমন্ত্রী এ সময় ঢাকা-নিউ ইয়র্ক রুটে বাংলাদেশের বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা প্রত্যাশা করেন। শিক্ষা খাতের উন্নয়নে তার সরকারের পদক্ষেপসমূহের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করছে।

দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যদি আমাদের সরকার ভোটে জয়লাভ করে পুনরায় ক্ষমতায় আসতে পারে তাহলে আমাদের লক্ষ্য রয়েছে জিডিপি প্রবৃদ্ধিকে আগামী অর্থবছরে ৮ শতাংশে উন্নীত করার।’ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।