ক্রাইমবার্তা রিপোটঃসাতক্ষীরাঃসাতক্ষীরার সবচেয়ে বর্ষিয়ান শিশু চিকিৎসক সবার পরিচিত ডা: মমতাজ আহমেদ আর নেই। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে তিনি সাতক্ষীরা শহরের প্রাণসায়েরস্থ ( থানা মসজিদের পাশে) বাসবভনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহে ———রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
ডা: মমতাজ আহমেদ সাতক্ষীরার সবচেয়ে বয়স্ক চিকিৎসক ছিলেন। বয়েসের ভারে বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ্য। এক মাস আগেও তিনি তার চেম্বারে বসে রোগী দেখেছেন। সাতক্ষীরার প্রায় অধিকাংশ মানুষ তার নামের সাথে পরিচিত হলেও তিনি বাসা আর নিজের বাড়ীর নীচতলার “মিতা ক্লিনিক” চেম্বার ছাড়া কিছুই বুঝতেন না। শহরে বের হতেন খুবই কম। অসুস্থ্য শিশুদের সেবাই ছিল তার একমাত্র ব্রত।
ডা: মমতাজ আহমেদ সারাটা জীবন শিশুদের সেবা দিয়ে গেছেন। বাইরের জগত সম্পর্কে তার তেমন কোন আগ্রহ ছিলো। একজন ভালো শিশু চিকিৎসক হিসেবে তার খ্যাতির জুড়ি নেই। সকাল হলেই তার চেম্বারে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ তার অসুস্থ্য শিশু সন্তানটিকে নিয়ে হাজির হতেন। সবার মুখে মুখে তার সুনাম,সুখ্যাতি। সাতক্ষীরার মানুষ তেমন একটা তার চেহারার সাথে পরিচিত না হলেও নামের সাথে সব শ্রেণী পেশার মানুষ পরিচিত, একবাক্যে তাকে মন্তাজ ডাক্তার হিসেবে গ্রামের মানুষ চিনতেন। তিনি ব্যারিষ্টার রফিকুল হকের বাল্যবন্ধু ।
ভারতের উত্তরচব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার ফরিদকাটি গ্রামে তার জম্ম। ১৯৬৯ সালের ফেব্রুয়ারী মাসে তিনি বাংলাদেশে চলে আসেন। সাতক্ষীরার জেলার তালা উপজেলার খলিসখালি গ্রামে এসে তিনি ওঠেন। পরবর্তীতে তিনি সাতক্ষীরা জেলা শহরের (সাতক্ষীরা সদর থানার পাশে ) প্রাণসায়ের গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
ডা: মমতাজ আহমেদের স্ত্রী হোসনে আরা আহমেদ দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজনৈতিক ভাবে নিস্কৃয় । ডা: মমতাজ আহমেদের একমাত্র ছেলে ডা: মিনহাজ আহমেদ বাবার চেম্বারেই বসেই প্রাকটিস করেন। বড় মেয়ে মিতা ঢাকা প্রবাসী, মেজ মেয়ে রিতা থাকেন আমেরিকায়, সেজ মেয়ে দীপা থাকেন সিঙ্গাপুরে এবং ছোট মেয়ে দিনা থাকেন অষ্ট্রেলিয়ায়।
বর্ণাঢ্য জীবনের অধিকারী ডা: মমতাজ আহমেদের মৃত্যুর খবর জানার পর সাতক্ষীরার সর্বত্রই নেমে আসেছে ছোকের ছায়া।
বৃহস্পতিবার বাদ জোহর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জানাজা
————————————————————————–
মরহুমের ছেলে ডা: মিনহাজ জানান, ডা: মমতাজ আহমেদের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার (২০-১২-১৮ ইং তারিখ ) বাদ জোহর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে তাকে তালা উপজেলার খলিসখালি গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করা হবে। তিনি তার মরহুম পিতার আত্মার মাগফিরত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।