ক্রাইমবার্তা রিপোটঃ ঢাকা-১৫ আসনের মোল্লাপাড়ার আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন ধানের শীষের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। তিনি বলেন, এই ধরনের হামলা একটি কাপুরুষোচিত কাজ। একটি বিশেষ মহল নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকতে পারে। নির্বাচনী পরিবেশকে স্থিতিশীল করতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ডা. শফিকুর বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সর্বত্র শান্তিশৃঙ্খলা বজায় রাখা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে তিনি ইসি ও প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …