শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগরে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছে। বোমা হামলায় রিপন নামে এক আওয়ামীলীগ কর্মী মারাত্মক আহত হয়েছে। বুধবার গভীর রাতে শ্যামনগর উপজেলার শ্মশান ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত আওয়ামীলীগ কর্মী রিপন শ্মশান ঘাট এলাকার আবুল কালামের ছেলে।
আহত রিপন জানায়, শ্মশান ঘাট এলাকায় আওয়ামীলীগের নির্বাচনী অফিসে বসে তারা তিন চারজন বসে গল্প করছিলেন। এ সময় পিছন দিক থেেেক মোটর সাইকেল যোগে দুবৃত্তরা এসে আওয়ামীলীগ অফিস লক্ষ করে বোমা ফাটিয়ে চলে যায়। এ সময় তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, শ্যামনগর শ্মশান ঘাট এলাকায় আওয়ামীলীগের নির্বাচনি অফিসে দুবৃত্তরা বোমা নয় ককটেল বিস্ফোরন ঘটিয়েছে। এ সময় এক আওয়ামীলীগ কর্মী আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ অভিযানে নেমেছে বলে তিনি জানান
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …