সাতক্ষীরার ১ আসনে ধানের শীষের সমর্থকদের বাড়ি বাড়ি যেয়ে গভীর রাতে হামলা ও ভাংচুরের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা- কলারোয়ার ১ আসনে ধানের শীষের সমর্থকদের বাড়ি বাড়ি যেয়ে গভীর রাতে  হামলা  করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।  এসময় ধানের শীর্ষের সমর্থকদের বাড়িতে না পেয়ে দূর্বৃত্তরা বাড়ি ঘর ভাংচুর করছে বলে এমন অভিযোগ উঠেছে। তালা কলারোয়ার ১ আসনের বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব জানান, বুধবার গভীর রাতে আওয়ামীলীগের নেতা কর্মীরা উপজেলা বিএনপি নেতা তাহেরর বাড়ির ঘরের জানালা , গ্লাস ভাংচুর করেছে। একই দিন কলারোয়া পৌর বিএনপিনেতা হাজী কামরুলের বাড়ি, পৌর মেয়র আক্তারুল ইসলামের বাড়ি, সাবেক কমশিনার মফির বাড়ি, বিএনপি নেতা দাউদ আলীর বাড়ি দূর্বৃত্তরা গভীর রাতে হামলা করে ভাংচুর চালিয়েছে। হাবিব আরও জানান গত কয়েকদিন ধরে পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, কলারোয়া বাজার এলাকায় যুবদলনেতা সবুজ, কয়লা ইউনিয়নের সামনে চন্দনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে । এছাড়া ঝিকরার জামায়ত নেতা মাও. আহমদ আলীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযাগ করেন ভূক্তভোগী। ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব জানান গভীর রাতে পুলিশের সহযোগিতায় কলারোয়ায় প্রতিটি নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেয়ে হামলা করছে আওয়ামীলীগ নতাকর্মীরা। ধানের শীষের সমর্থকদের না পেয়ে ঘরবাড়ি ভাংচুর চালাচ্ছে। রাত ১১ টার পর পুলিশের সহযোগিতায় ভোর পর্যন্ত তালা কলরোয়ার প্রতিটি এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা মধ্যযুগীয় কায়দায় আমার নেতা কর্মীদের উপরে হামলা করছে যেন ধানের শীষে ভোট দিতে না পারে।

Check Also

সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।