হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরা-৪ আসনের কালিগঞ্জ অংশের দক্ষীন শ্রীপুর ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার বাঁশতলা বাজার চত্ত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে হবে, শ্যামনগর ও কালিগঞ্জের ৮টি ইউনিয়নকে উন্নয়নের মাধ্যমে আধুনিকায়ন করতে হবে। গ্রামকে শহরে পরিণত করতে হলে জননেত্রী শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় আনতে হবে। সেই লক্ষ্যে সকল ভেদাভেদ ভূলে আগামী ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা প্রতীকে ভোট দিন। আপনাদের মুল্যবান ভোটই পারে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে দাড় করাতে। পথসভায় বক্তব্য রাখেন শ্যানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউর রহমান দোলন, সাবেক সাধারন সম্পাদক গাজী আনিছুর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনের কালিগঞ্জ অংশের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাষ্টার নরিম আলী, সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, দক্ষীন শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডল প্রমুখ। পরে অত্র ইউনিয়নের বাশদহা, বেড়াখালী ও দঃ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …