এখনো সন্ধান মেলেনি ড. রেজাউল করিমের, উৎকণ্ঠায় পরিবার

ক্রাইমবার্তা রিপোট:ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী ডা.শফিকুর রহমানের অন্যতম নির্বাচনী সমন্বয়ক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের  সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিম ও তার ড্রাইভার মুহাম্মাদ মুহিবুল্লাহর সন্ধান এখনো পাচ্ছে না তাদের পরিবার। দুই দিনেও কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তারা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের পর থেকে পরিবার এবং সংগঠনের নেতাদের সঙ্গে  যোগাযোগ বিচ্ছিন্ন  রয়েছেন। নির্বাচনী বিভিন্ন প্রোগ্রামাদি শেষ করে (ঢাকা মেট্রো গ-২৬-৬৯১৯ গাড়িযোগে) তিনি বাসায় ফিরছিলেন । তাকে ও ড্রাইভারকে গাড়িসহ এখন পর্যন্ত খুঁজে না পাওয়ায় তার পরিবার ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে।
এদিকে, অবিলম্বে তাদের সন্ধান করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনসহ আইন- শৃংখলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।