ক্রাইমবার্তা রিপোট: ঢাকা: সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিমকে ৫দিনের রিমান্ডে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ এক যৌথ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন এ প্রতিবাদ জানান।
তারা বলেন, বেআইনি কর্মকা- ও জুলুম নির্যাতনের সকল স্তর অতিক্রম করেছে পুলিশ। গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী বিভিন্ন প্রোগ্রাম শেষ করে ঢাকা মেট্রো গ-২৬-৬৯১৯ গাড়ি যোগে ড. রেজাউল করিম বাসায় ফেরার পথে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তারের কথা অস্বীকার করে পুলিশ তাকে ৩ দিন গুম করে রাখে। এসময় তার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। পুলিশের এই আচরণ সম্পূর্ণ বেআইনি অমানবিক ও উচ্চ আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।
কিন্তু আরো অমানবিক বিষয় হলো আজ আদালতে হাজির করে তাকে গায়েবী মামলায় ৫দিনের রিমান্ডে নিয়েছে রামপুরা থানা পুলিশ। একজন রাজনৈতিক নেতার উপর এমন অমানবিক আচরণের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। মূলত আসন্ন নির্বাচন কেন্দ্রীক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে সরকারের নির্দেশে ড. রেজাউল করিমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া হয়েছে।
শিবির নেতারা অবিলম্বে সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিমের রিমান্ড বাতিল করে মুক্তির দাবি জানান। একই সাথে ভবিষ্যতে এমন আইনের শাসনের পরিপন্থী কাজ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।