বিএনপি ক্ষমতায় এলে একদিনেই রক্তনদী বইয়ে দেবে: কাদের

ক্রাইমবার্তা রিপোট:  বিএনপি ক্ষমতায় আসলে একদিনেই রক্তের নদী বইয়ে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী মোরশেদ আলমের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে মায়ের কাছে এসে সন্তান গ্রেফতার হয়েছে। ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই তারা। মনে আছে সেই দিন। এবার যদি তারা (বিএনপি) ক্ষমতায় আসতে পারে, তাহলে একদিনেই বাংলাদেশে তারা রক্তের নদী বইয়ে দেবে। যদি তারা আরেকবার ক্ষমতায় আসে, একদিনেই বাংলাদেশে লাশের পাহাড় সৃষ্টি করবে।’

এ সময় বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় কি না-জনগণের উদ্দেশে প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। বলেন, ‘এই দলকে আপনারা চান? ১৫ আগস্টের খুনিদের ক্ষমতায় দেখতে চান? ২১ আগস্টের খুনিদের ক্ষমতায় দেখতে চান? ২০১৪ সালের আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চান?

উপস্থিত জনতা সমস্বরে ‘না’ ‘না’ ‘না’ ধ্বনি দিতে থাকেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাহলে ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকায়, শেখ হাসিনার নৌকায়, বঙ্গবন্ধুর নৌকায়, সোহরাওয়ার্দীর নৌকায়, মওলানা ভাসানীর নৌকায়, শেরে বাংলার নৌকায় ভোট দেবেন।

যারা দলের প্রার্থীর বিপক্ষে কাজ করছেন তাদের সতর্ক করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয় তবে আমাদের হারানোর ক্ষমতা কারোর নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে এবার স্বাধীনতাবিরোধীদের চূড়ান্ত পরাজয় হবে

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।