ক্রাইমর্বাতা রিপোট: নির্বাচনের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দুপুরে বৈঠকে বসেছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকটি কিছু সময় চলার পর প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলে সভা বর্জন করে বেরিয়ে আসেন নেতারা। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা বৈঠকে ছিলেন। বের হয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নেতারা জানান, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের আচরণ পক্ষপাতমূলক মনে হয়েছে। শুরু থেকেই কমিশন একটি পক্ষের হয়ে কাজ করছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
উল্লেখ্য, নির্বাচনের মাঠে সশস্ত্র বাহিনী মোতায়েনের পরও গতকাল বিভিন্ন স্থানে বিএনপি জোটের প্রার্থীদের ওপর ব্যাপক হামলা হয়েছে। এতে অন্তত ৫ জন প্রার্থী রক্তাক্ত আহত হয়েছেন।