শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নৌকা প্রতিকে আওয়ামীলীগের বিশাল নির্বাচনী সমাবেশ
এসময় তিনি বলেন, ‘নৌকা হচ্ছে উন্নয়নের প্রতিক। নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতিক। নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। সামনে দেশবাসীর জন্য সুদিন আসছে। দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। সেজন্য সকলকে আবারও নৌকায় ভোট দিতে হবে। সদরে উন্নয়ন হয়েছে বলেই সাতক্ষীরার মানুষ স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখান করেছে। নির্বাচনী সমাবেশে মানুষের এই বাঁধভাঙ্গা গণজোয়ার প্রমাণ করে সাতক্ষীরা সদর আসনের মানুষ স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামীলীগের নৌকার পক্ষে আছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মন্জুর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের প্রয়াত নেতৃবৃন্দের রুহের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট অনিত মুখার্জী, বন ও পরিবশে বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি অ্যডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন প্রমুখ। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নির্বাচনী সমাবেশে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে জনসভাস্থলে সমবেত হলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে সমাবেশাস্থল লোকারন্য হয়ে জনসমূদ্রে পরিনত হয়ে যায়। নির্বাচনী সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। এসময় আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।