ক্রাইমবার্তা রিপোটঃ শ্যামনগর: :: সাতক্ষীরা ৪ আসনের শ্যামনগরে নৌকা ও বিকল্পধারার কর্মী-সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলা সদরের পশু হাসপাতাল মোড়ে এ ঘটনাটি ঘটে। এ সময় উভয় পক্ষের ৫ টি মোটর সাইকেল ভাংচুর করা হয়।
এই আসনের বিকল্পধারার প্রাথী এইচএম গোলাম রেজা জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার দলের সাতজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোটর সাইকেল ভাংচুর করে পুড়িয়ে দেওয়া হয়। আহতদের মধ্যে মিজানুর রহমান, কামাল হোসেন ও বাপ্পীকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার জন্য তিনি নৌকার কর্মী-সমর্থকদের দায়ী করেন।
এদিকে, একই আসনের আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রাথী এস.এম জগলুল হায়দার জানান, তার দলীয় সাধারন সম্পাদক আতাউল হক দোলনের ওপর বুধবারের হামলার প্রতিবাদ জানানোর চেষ্টার সময় গোলাম রেজার কুলা প্রতীকের কর্মী-সমর্থকদের হামলায় তার দলের (মহাজোটের) সাবেক ইউপি সদস্য হাসিম, হাফিজ, মিজানুর, লিটন, আব্দুল্লাহসহ আরও সাতজন আহত হয়েছেন। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল ভাংচুর করা হয়।