ক্রাইমবার্তা ডেস্ক রিপোটঃ জেলার ৪টি নির্বাচনী এলাকার মধ্যে সবচেয়ে বেশী প্রার্থী সাতক্ষীরা-১ আসনে। এখানে মোট প্রার্থী ৭ জন। অপরদিকে সবচেয়ে কম প্রার্থী সাতক্ষীরা-৩ আসনে। এখানে প্রার্থী ৩ জন। রোববার অনুষ্ঠিততব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার ৪টি আসন হতে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে দলভিত্তিক সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তাদের প্রতীক হাতপাখা। ৪টি আসনের সবকটিতে তাদের প্রার্থী রয়েছে। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ৩ জন, জাতীয় পাটি থেকে লাঙ্গল প্রতীকে ৩ জন এবং জামায়াত থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ২ জন এবং আম প্রতীক নিয়ে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন ন্যাশনাল পিপলস পাটি থেকে। এছাড়া ওয়ার্কার্স পাটির ১জন নৌকা প্রতীক, বিকল্পধারার কুলা প্রতীকে ১জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মই প্রতীকে ১জন, বাংলাদেশ কমিউনিস্ট পাটি-সিপিবির কাস্তে প্রতীক নিয়ে ইউনাইটেড কমিউনিস্ট লীগের ১জন, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি বাঘ প্রতীকে ১জন এবং সিংহ প্রতীক নিয়ে ১জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আসন ভিত্তিক সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন ওয়াকার্স পাটির এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি প্রতীক নৌকা, বিএনপি’র হাবিবুল ইসলাম হাবিব প্রতীক ধানের শীষ, জাতীয় পাটির সৈয়দ দিদার বখত প্রতীক লাঙ্গল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এফএম আসাদুল হক প্রতীক হাতপাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতীক নিয়ে ইউনাইটেড কমিউনিস্ট লীগের মো. আজিজুর রহমান, ন্যাশনাল পিপলস পাটি-এনপিপি’র মো. আব্দুর রশিদ প্রতীক আম এবং স্বতন্ত্র সরদার মুজিব প্রতীক সিংহ।
সাতক্ষীরা-২ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬ জন প্রার্থী। নৌকা প্রতীকে লড়ছেন আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি এমপি, ধানের শীষ প্রতীকে জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, লাঙ্গল প্রতীকে জাতীয় পাটির শেখ মতলুব হোসেন লিয়ন, হাতপাখা প্রতীকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতী রবীউল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মই প্রতীকে নিত্যানন্দ সরকার এবং ন্যাশনাল পিপলস পাটি-এনপিপি’র মো. জুলফিকার রহমান প্রতীক আম।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জ আংশিক) আসনে মোট প্রার্থী ৩ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের ডা. আ ফ ম রুহুল হক প্রতীক নৌকা, বিএনপির ডা. শহীদুল আলম প্রতীক ধানের শীষ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. ইসহাক আলী সরদার।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার এমপি প্রতীক নৌকা, জামায়াতের গাজী নজরুল ইসলাম প্রতীক ধানের শীষ, জাতীয় পাটির মো. আব্দুস সাত্তার মোড়ল প্রতীক লাঙ্গল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. আব্দুল করিম প্রতীক হাতপাখা, বিকল্পধারা বাংলাদেশের এইচএম গোলাম রেজা প্রতীক কুলা এবং প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি’র মো. রবিউল ইসলাম জোয়াদ্দার বাঘ প্রতীক।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …