সাতক্ষীরা সংবাদদাতাঃ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সাতক্ষীরা সদর-২ আসনে ২০ দলীয় জোট প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দীস আব্দুল খালেক নির্বাচন বর্জন করেছেন।
আজ রোববার দুপুর সাড়ে ১১ টার দিকে তার নির্বাচন পরিচালক শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু এ ঘোষণা দেন।
ফখরুল হাসান লাভলু বলেন, ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, দলীয় নেতা–কর্মীদেও গ্রেফতারে ঘটনাগুলো রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করার পরও কোনো পদক্ষেপ না নেওয়া, রাতে ব্যাল্ট বক্সে ভোট প্রদান, জাল ভোট প্রদান এবং ভোট দিতে বাঁধা দেওয়ার প্রতিবাদে তিনি ভোট বর্জন করছেন। তার র্প্রাথী মুহাদ্দীস আব্দুল খালেকের স্ত্রী,সাজেদা বেগম,শ্যালক মাওলানা আতিয়ার রহমান ও মুজিবর রহমানকে ভোট কেন্দ্র থেকে পুলিশ তুলে নিয়ে গেছে।
তিনি বলেন, ‘অবৈধ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন বৈধ করতে তিনি রাজি নন।
সাতক্ষীরা জামায়াতের প্রচার সেক্রেটারী আজিজুর রহমান জানান,ভোটের কোন পরিবেশ নেই। ভোটারা ভোট দিতে পারছে না। তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। রাত ভর ভোট কেন্দ্রে ব্যাল্ট বক্স নৌকা প্রতীকে ভরে ফেলা হয়েছে। পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীরা ধানের শীষের লোক জনদের ব্যাপক মারপিট ও হয়রানি করেছে। কেন্দ্র দখল করে নিয়েছে তারা। এভাবে ভোট হতে পারে। ভোটের নামে তামাশা হয়েছে। তাই সাতক্ষীরা ২ ও ৪ আসনে জামায়াত মনোনিত প্রার্থীরা ভোট বর্জন করতে বাধ্য হয়েছে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …