‘তোকে বাঘ দিয়ে খাওয়াবো’ সাতক্ষীরায় পত্রিকা সম্পাদককে হুমকি দিয়ে চিঠি

ক্রাইমর্বাতা রিপোট:   এবার নিউজ করলে তোকে বাঘ দিয়ে খাওয়াবো। তুই শ্যামনগর আসলেই মারবো’।
সাতক্ষীরার দৈনিক সাতনদী সম্পাদককে এভাবেই চিঠি পাঠিয়ে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এই চিঠির বিষয়ে কাউকে কিছু জানালে ‘তোর পরিবারকে অপহরণ করবো’ বলেও হুমকি দিয়েছে চিঠির লেখক গোলাম মোস্তফা।
মঙ্গলবার দুপুরে হাতে লেখা এই চিঠিটি ডাকযোগে পৌঁছায় সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের হাতে। লেখক গোলাম মোস্তফা নিজেকে শ্যামনগরের বাদোঘাটা কিং স্টার ক্লাবের সভাপতি দাবি করেছে।
চিঠিতে বলা হয় ‘তুই অনেক ক্ষতি করেছিস গোলাম রেজার কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে। এমপি জগলুল হায়দারের বিরুদ্ধে এর পর থেকে নিউজ করলে তোকে বাঘ দিয়ে খাওয়াবো। তুই শ্যামনগর আসলে মারবো। এই চিঠির বিষয়ে কাউকে বললে তোকে ও তোর পরিবারকে অপহরন করা হবে। কিছু করার থাকলে করিস’। আমি গোলাম মোস্তফা। সভাপতি, বাদোঘাটা কিং স্টার ক্লাব, শ্যামনগর সাতক্ষীরা।
চিঠির একটি কপি দেখিয়ে সম্পাদক হাবিব বলেন গত ২১ ডিসেম্বর শ্যামনগরে নির্বাচনের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তার ওপর হামলা করেছিল আওয়ামী লীগ নেতা অসীম কুমার মৃধা, রহমত ও তাদের লোকজন। এ ঘটনায় তিনি শ্যামনগর থানায় একটি মামলাও করেছেন। এ ঘটনার পর এবার তাকে লিখিত চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হলো। হাবিবুর রহমান জানান তিনি আইনজীবীর সাথে কথা বলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।