৩ দিনের রিমান্ডে সাংবাদিক হেদায়েত

ক্রাইমর্বাতা রিপোট: সাংবাদিক মো. হেদায়েত হোসেন মোল্যার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-৩ এ ৭ দিনের রিমান্ড আবেদন করেন বটিয়াঘাটার থানার ওসি (তদন্ত) ইব্রাহীম হোসেন সোহেল। পরে বিচারক নয়ন বিশ্বাস তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাংবাদিক হেদায়েতের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে প্রকাশিত নির্বাচনের ফলাফল সংক্রান্ত একটি প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক না হওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পত্রিকাটির খুলনা প্রতিনিধি মো.হেদায়েত হোসেন মোল্যাকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর দায়ের করা মামলায় সাংবাদিক হেদায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।