পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বীরঙ্গনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ বীরঙ্গনা স্মৃতি সৌধে পুষ্পস্তাবক অর্পন, চিত্রাংকন প্রতিযোগিতা, বৃক্ষ রোপন, নারী পতাকা অর্পন, কম্বল বিতরণ, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও আওয়ামীলীগনেতা শিহাব উদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক কমিটির প্রধান উদ্যোক্তা ও নারী গবেষক চন্দন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, কাউন্সিলর এস,এম, তৈয়েবুর রহমান, সরবানু বেগম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, মিজানুর রহমান, প্রভাষক তরুন কান্তি মন্ডল, ডাঃ অলিউর রহমান ও পরেশ মন্ডল। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ সহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যার মধ্যে স্বাধীনতা সংগ্রামে নারীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল। তারা বীরের ন্যায় যুদ্ধ করেছিল যেমন, তেমনি তাদের শ্রেষ্ঠ সম্পদ সম্ভ্রম উৎসর্গ করার মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। মহান মুক্তিযুদ্ধে ২ লাখ নারীদের সম্ভ্রমহানী ও আত্মত্যাগ বিশ্বের একটি বিরল ঘটনা। পৃথিবীর কোন আন্দোলনে এমন বিপুল পরিমাণ নারীর আত্মত্যাগের ঘটনা ঘটেনি। বক্তারা নারীদের এ আত্মত্যাগের স্মৃতি ধরে রাখার জন্য বছরের প্রথম ১ জানুয়ারি অথবা মুক্তিযুদ্ধকালীন সময়ের যেকোন দিন নির্ধারণ করে রাষ্ট্রীয়ভাবে শহীদ বীরঙ্গনা দিবস পালনের দাবী জানান।
Check Also
সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …