কালিগঞ্জ প্রতিনিধি॥ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসনমন্ত্রী ও বাংলাদেশ আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি’র মৃত্যুতে শোক সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কালিগঞ্জ ছাত্রলীগের উদ্যোগে আ‘লীগ উপজেলা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালিন কমান্ডর আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, সহ-সভাপতি ইফতেকার আলম, জিএম সিরাজুল ইসলাম, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জহুরুল ইসলাম।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …