ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে মোটর সাইকেল ধাক্কায় ১ পথচারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত্র আনুমানিক ১০ টায় বংশীপুর টু সোনাখালী সড়কে এ ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম মোঃ সেকেন্দার গাজী (৩২)। সে শ্যামনগর উপজেলার পশ্চিম বংশীপুর গ্রামের জিয়াদ আলী গাজীর পুত্র। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার সময় সেকেন্দার গাজী বংশীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে পিছন থেকে দ্রুত গতির মোটর সাইকেলে ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে যায়। সেকেন্দার গাজী মাথায় আঘাত প্রাপ্ত হয়। এলাকাবাসী সেকেন্দার গাজীকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। অতপর শুক্রবার উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে শুক্রবার সকাল ১১ টায় তার মৃত্যু হয়। সেকেন্দার গাজীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায় বিরাজ করছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …