একনজরে নতুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ক্রাইমর্বাতা রিপোট:  স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর দায়িত্ব থেকে ছিটকে পড়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

তার স্থানে দায়িত্ব পেয়েছেন তারই সঙ্গে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকারী জাহিদ মালেক। নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে জাহিদ মালেকের স্থলাভিসিক্ত হয়েছেন মুরাদ হাসান।

মানিকগঞ্জ-৩ থেকে দুবারের নির্বাচিত এ এমপি মহাজোট সরকারের গত মেয়াদে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবার তিনি হলেন একই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী। এর মধ্য দিয়ে ১৮ বছর পর পূর্ণাঙ্গ মন্ত্রী পেলেন মানিকগঞ্জবাসী।

জাহিদ মালেক স্বপন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকাসহ পুরো মানিকগঞ্জে খুশির জোয়ার বইছে। টেলিভিশনে নাম ঘোষণার পর পরই আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৯ সালের ১১ এপ্রিল জন্মগ্রহণ করেন জাহিদ মালেক। তার বাবা মরহুম কর্নেল (অব.) আব্দুল মালেক ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র। এরশাদ সরকারের আমলে মানিকগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। তার মায়ের নাম ফৌজিয়া মালেক।

জাহিদ মালেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণ কাজের সঙ্গেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন। তিনি ঢাকাসহ মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপনে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। তিনি দেশের একজন স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী।

ইতিপূর্বে ১৯৮৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লি., সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., বিডি থাইফুড অ্যান্ড বেভারেজ লি., রাহাত রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লি., বিডি সানলাইফ ব্রোকারেজ হাউস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিন সন্তানের জনক জাহিদ মালেকের সহধর্মিণীর নাম মিসেস শাবানা মালেক। স্ত্রীসহ সন্তানরা তার বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

জাহিদ মালেক ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মানিকগঞ্জ-৩ আসনে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন করেন। কিন্তু বিএনপি প্রার্থী হারুনার রশিদ খান মুন্নুর কাছে হেরে যান তিনি।

তবে ২০০৮ সালে দলীয় মনোনয়ন পেয়ে হারুনার রশিদ খান মুন্নুকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে মহাজোট থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

জাহিদ মালেক স্বপন গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসন থেকে দুই লাখ ২০ হাজার ৫৯৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন গণফোরাম প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।