ক্রাইমবার্তা রিপোটঃ ঢাকা : গত নভেম্বরে বিএনপির মনোনয়নপত্র বিক্রি চলাকালীন দলটির পল্টন কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী ওয়াসিমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, গত ১৪ নভেম্বর বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী ওয়াসিমকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দু’টি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়। এছাড়াও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
এসময় পাঁচজন অফিসার ও দু’জন আনসারসহ মোট ২৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনটি মামলা দায়ের করে পুলিশ।
Check Also
সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …