আইন-শৃঙ্খলা বাহিনী একটা জায়গার ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিচ্ছে : সাকি: তুলে ধরলেন ভোটের অনিয়মের চিত্র

ক্রাইমবার্তা রিপোটঃ প্রশাসন, আইন-শৃঙ্লখা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা একটা জায়গার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোট সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি)।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন নিয়ে বাম-গণতান্ত্রিক জোটের গণশুনানিতে তিনি এ কথা বলেন।
সাকি বলেন, ‘প্রশাসন, আইন-শৃঙ্লখা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা একটা জায়গার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এবং তাদের অধিনে রাজনৈতিক দলের নেতাকর্মীরা অপারেট করছে। এটা বাংলাদেশে একটা নতুন ঘটনা।’
তিনি অভিযোগ করেন, ‘আগের দিন রাতে, ৩০ থেকে ৫০ শতাংশ ভোট সিল মারা হয়েছে এবং সেগুলো ব্যালট বাক্সে ভরে ফেলা হয়েছে।’
সংসদ নির্বাচনে অনিয়মের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাম-গণতান্ত্রিক জোটের প্রার্থীরা। তাদের অভিযোগ, ভোট হয়েছে ২৯ ডিসেম্বর রাতেই।
সকাল ১০টায় শুরু হওয়া এ গণ শুনানিতে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক, দেশের বিশিষ্টজন ও শ্রেণি-পেশার মানুষ ও সংবাদ কর্মীদের আমন্ত্রণ জানানো হয়।
শুনানিতে ১৩১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাম জোটের প্রার্থীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা বলেন, ভোটের আগের দিন, ভোটের দিন ও পরের দিন অনেক অনিয়ম হয়েছে। এর পক্ষে সুনির্দিষ্ট ঘটনার উদাহরণ দেন তারা।

Check Also

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ ঘোষনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।