ক্রাইমবার্তা রিপোটঃ: সিলেট: এজেন্ডা না জানা পর্যন্ত সংলাপ বিষয়ে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার বেলা সাড়ে ১২ টায়র দিকে হযরত শাহজালালের মাজার জিয়ারতের পর সাংবাদিকের তিনি একথা জানান।
মির্জা ফখরুল বলেন, এ সংলাপ যদি গতবারের মতো হয় তাহলে সংলাপ অর্থবহ হবে না। উনি যে সংলাপ করতে চাচ্ছেন সেই সংলাপের এজেন্ডা কি? কোন বিষয়ে উনি সংলাপ করতে চাচ্ছেন? আমাদের এজেন্ডা একটাই। এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা জেনে সিদ্ধান্ত নেয়া হবে। এজেন্ডা না জেনে সংলাপের সিদ্ধান্ত নেবে না বিএনপি।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …