কলারোয়ায় পৃথক মামলায় দুই আসামী গ্রেফতার

ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরার কলারোয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানার পুলিশ পরিদর্শক তদন্ত জেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সাগর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবা দিবাগত রাতে অভিযান চালিয়ে পৌরসদরের গদখালী গ্রামের মৃত ইসরাইল শেখের ছেলে মাহফুজুর রহমান ওরফে মাহবু শেখ (৩৫) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাহবুর বিরুদ্ধে ডুমুরিয়া থানায় জি আর (২৬৭/১৪) মামলায় ৩ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ রয়েছে। অপর দিকে অভিযান চালিয়ে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে সোহরাব হোসেন (৩০) কে বাড়ী থেকে গ্রেফতার করেন থানা পুলিশ।

তার বিরুদ্ধে জিআর (২১৬/১৫) মামলায় ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

Check Also

ঘর পুড়ে যাওয়ায় বৃদ্ধা মহিলাকে নতুন ঘর উপহার দিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম

খুলনায় রুপসা থানাধীন ২ নং শ্রীফলতলা ইউনিয়নের পশ্চিম নন্দনপুর গ্রামে একটি টিনের ঘরে হালিমা বেগম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।