কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ ব্যবসায়ীকে জরিমানা

 

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধিঃকালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে পৃথক ৩টি কেস সিলিপে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৭ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলার ফুলতলা মোড়ে পলিথিন ব্যগে ফলসহ বিভিন্ন পন্য বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যজিষ্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সিফাত উদ্দীন। এ সময় তিনি তিনটি দোকানের মালিকদের মোট ১২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন নির্দেশ দেয়া হয়। নিয়মিত ভাবে এ ধরনের মোবাইল কোর্ট ভবিষ্যতেও পরিচালনা করা হবে বলে জানান এসিল্যান্ড।

Check Also

সাতক্ষীরায় একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।। একুশে টেলিভিশনের ২৫তম’ প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা সদর হাসপাতালে শতাধিক রোগীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।