নওগাঁয় শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্রাইমবার্তা রিপোর্টঃ নওগাঁর ধামইরহাটে এমএ জামাল উদ্দিন (৪৫) নামে এক শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলা সদরের পূর্বপাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জাহানপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে এবং জগদল আদিবাসী স্কুল ও কলেজের বিএম শাখার বাংলা বিভাগের প্রভাষক।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, উপজেলা সদরে বাজারের পূর্বপাশে ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়। তার গলায় একটা দাগও রয়েছে। ধারণা করা, হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।