মোঃ আকবর হোসেন,তালাঃ সাতক্ষীরা: সাতক্ষীরার তালা সেটেলমেন্ট অফিসের নৈশ প্রহরী বাবুলাল রায় (৫৫) ট্রাকচাপায় নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে তালা বাজারের পুরাতন থানার পাশে এ ঘটনা ঘটে।
বাবুলাল তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামের মৃত নন্টোলাল রায়ের পুত্র। তিনি পরিবার নিয়ে ধলবাড়িয়া গ্রামে বসবাস করতেন। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল জানান, রাতের ডিউটি শেষ করে শুক্রবার সকালে ভাড়ার মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুলাল রায়। পুরাতান থানা পার হলে খুলনা থেকে পাইকগাছা অভিমুখী একটি ট্রাকের ধাক্কায় তিনি পড়ে গেলে ট্রাকটি তার শরীরের উপর দিয়ে চলে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …