কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন পরিষদে শেখ ওয়াহেদুজ্জামানের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন পরিষদে শেখ ওয়াহেদুজ্জামানের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান স্মরণে কুশুলিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে স্মরনসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান। শনিবার (১৯ জানুয়ারি) কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বেলা ১১ টায় শেখ ওয়াহেদুজ্জামানের কর্মময় জীবনের আলোকপাত করা হয়। ইউপি’র ১ ওয়াডের সদস্য শেখ রফিকুল বারী রফু’র সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন। ৮নং ইউপি সদস্য কাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কওফিল অরা সজল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ভদ্রখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান বাবলু, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, ইউপি সদস্য আব্দুল গফফার, শেখ খায়রুল আলম, ইউপি সদস্যা ডালিয়া পারভীন চুমকী ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী শওকত আলী প্রমুখ।

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।