ক্রাইমবার্তা রিপোর্টঃ জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে কমিটির আহবায়ক মো. আনিসুর রহিমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার উন্নয়নে আশু দাবী ও দীর্ঘমেয়াদী দাবীনামা নতুনভাবে প্রণয়ন এবং তা নবনির্বাচিত এমপি ও প্রশাসনের উদ্ধর্তন কতৃপক্ষের নিকট প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় পৌর এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে কোন ক্ষমতাধর ব্যক্তির স্থাপনা যেন বাদ না যায় এবং হতদরিদ্র শ্রমজীবী মানুষের উপর আইন বহির্ভূতভাবে নির্যাতন নিপীড়ন না করা হয় সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সভায় বক্তব্য দেন নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, অধ্যাপক আবদুল হামিদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, এনজিও কর্মী মাধব চন্দ্র দত্ত, অপারেশ পাল, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, বাসদের নিত্যানন্দ সরকার, সাবেক ছাত্রনেতা কাজী আকতার হোসেন, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব, জাতীয় পার্টির নেতা আনোয়ার জাহিদ তপন, সিপিবির জেলা সম্পাদক আবুল হোসেন, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, মকবুল হোসেন, ওয়াজেদ আলী প্রমুখ।
Check Also
দেবহাটায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ও কর্মী সমাবেশ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। …