এসআই’র নেতৃত্বে ডাকাতির চেষ্টা, ৫জনকে ধরে পুলিশে দিল গ্রামবাসী 

ক্রাইমর্বাতা রিপোট: টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির চেষ্টার অভিযোগে পুলিশের এক এসআইসহ পাঁচ জনকে আটক করেছে জনতা। শনিবার গভীর রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যান।
আটকরা হলেন এসআই সোহেল কদ্দুছ, রংপুরের শহিদুর রহমান ও সাইদুল ইসলাম, বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেন এবং মীর দেওহাটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া।

এলাকাবাসীর বরাত দিয়ে মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, রাত ২টার দিকে সাদা পোশাকে মির্জাপুর থানার এসআই সোহেল কদ্দুছের নেতৃত্বে ৭/৮ জন যুবক গেড়ামারা গ্রামের আলমাছ মিয়ার বাড়ি গিয়ে দরজা খুলতে বলেন। তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেন।

ওসি বলেন, এ সময় বাড়ির মালিকের সন্দেহ হলে তিনি ডাকাত ডাকাত বলে চিৎকার করেন এবং চিৎকার শুনে গ্রামের লোকজন এসে তাদের আটক করেন।

“এ সময় সেখান থেকে দুই যুবক পালিয়ে গেলেও এসআই সোহেল কদ্দুছসহ পাঁচ জনকে আটক করে গ্রামবাসী।”

বাড়ির মালিক আলমাছ মিয়া বলেন, “গভীর রাতে দরজায় আঘাত করার পর আমরা আতঙ্কিত হয়ে উঠি। পুলিশ পরিচয় দিলেও তাদের দেখে পুলিশ মনে না হওয়ায় আমরা ঘরের ভেতর থেকে ডাকাত ডাকাত চিৎকার করতে থাকি। পরে গ্রামবাসী এসে তাদের ধরে ফেলে।”

ওসি এ কে এম মিজানুল হক আরও বলেন, এসআই সোহেল কদ্দুছসহ সকলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  ঘটনা প্রমাণ হলে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানো হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।