দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নব-নিযুক্ত ওসি বিপ্লবের সৌজন্য সাক্ষাত

ক্রাইমর্বাতা রিপোট:সাতক্ষীরা  :  দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত  অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব নাথ সাহা রবিবার সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এর আগে শনিবার দেবহাটা থানায় যোগদান করেন নবাগত ওসি বিপ্লব নাথ সাহা। তার গ্রামের বাড়ী খুলনার তেরখোদা উপজেলায়।

তিনি ২০১৩ সালে সাতক্ষীরার কালীগঞ্জ থানায় ওসি তদন্ত,পরবর্তীতে লোহাগড়া থানায় ওসি এবং সর্বশেষ দেবহাটায় যোগদানের আগে ঝিনাইদহের কোটচাদপুর থানায় ওসি হিসেবে দায়িত্বরত ছিলেন। মতবিনিময়কালে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সহ-সভাপতি রশীদুল আলম রশীদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, কোষাধ্যক্ষ

আব্দুল্যাহ আল মাসুদ, নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, আবুহুরাইরা, সদস্য এসএম নাসির উদ্দীন, কবির হোসেন, ফরহাদ হোসেন সবুজ সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় নব-নিযুক্ত ওসি বিপ্লব নাথ সাহা বলেন,দেবহাটাকে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ মুক্ত করার পাশাপাশি জনসাধারনের আইনী সহায়তা নিশ্চিতে আমার নেতৃত্বে পুলিশ সদস্যরা সার্বক্ষনিক তৎপর থাকবে। তাছাড়া সহিংসতায় সংশ্লিষ্ট নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। তাই দেবহাটার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগীতা প্রত্যাশা করে

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।