ছায়া সংসদে দূতাবাসগুলোর প্রতি —অভিবাসীবান্ধব হতে হবে

ক্রাইমবার্তা রিপোর্টঃ আমাদের দূতাবাসগুলোকে শ্রমিকবান্ধব হতে হবে এবং কর্মী পাঠানোর প্রাণকেন্দ্র হতে হবে। এ ছাড়া অভিবাসীদের কল্যাণে দূতাবাসগুলো কাক্সিক্ষত সেবা প্রদান করছে না। আমাদের দূতাবাসগুলোকে আরও অভিবাসীবান্ধব হতে হবে।

একই সঙ্গে দূতাবাসগুলোকে চব্বিশ ঘণ্টা প্রবাসীদের সেবা প্রদান করা উচিত। এ জন্য দূতাবাসে কর্মরতদের আরও বেশি দক্ষতা ও সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকার বিদেশ গমন ইচ্ছুক ও প্রবাসীদের কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

পরিকল্পনামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে নারীকর্মী পাঠানো স্পর্শকাতর, তাই ভবিষ্যতে এ বিষয়ে বাস্তবতার আলোকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। অন্য দেশের সঙ্গে সমন্বয় করে আমাদের প্রবাসী কর্মীদের বেতন নির্ধারণ করতে হবে। একই সঙ্গে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী পাঠানোয় জোর দিতে হবে। তিনি আরও বলেন, উন্নয়ন হতে হবে মানবিক, ন্যায়ানুগ ও টেকসই। উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে মানুষ।

বিশ্বায়নের বর্তমান পরিপ্রেক্ষিত বিবেচনায় নিরাপদ শ্রম অভিবাসনসহ অর্থনীতির নানা ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসংযোগ বাড়াতে হবে। মানুষ, শ্রম, পুঁজি কোনো বিশেষ এলাকায় কেন্দ্রীভূত হতে পারে না। সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে বৈশ্বিক চাহিদা বিবেচনায় কাজ করতে হবে। একই সঙ্গে উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজস্ব মেধা ও সৃজনশীলতা বিবেচনায় নিয়ে পদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকার নানামুখী উন্নয়ন উদ্যোগের মাধ্যমে দেশকে অভাবনীয় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের তরুণরা সারা পৃথিবীর নাগরিক হয়ে গড়ে উঠছে। বর্তমান সরকার তরুণদের আরও বেশি সম্পৃক্ত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায়।

ছায়া সংসদে বিতর্কের বিষয় ছিল ‘বৈদেশিক কর্মসংস্থানই বাংলাদেশের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে পারে।’ এতে সরকার দলের ভূমিকায় ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। এর মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে অংশ নেন তানজিলা আহমেদ পিংকি। বিরোধী দলের ভূমিকায় ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

এতে বিরোধীদলীয় নেতা হিসেবে অংশ নেন রাগিব মোস্তফা নাঈম। প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এতে বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এসএম মোর্শেদ, সাংবাদিক প্রসূণ আশীষ, সাংবাদিক ঝুমুর বারি, ড. মু. শাহ আলম চৌধুরী।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তৈরি পোশাক, চামড়া, ওষুধ শিল্প ইত্যাদি খাতের মতো বড় কোনো অর্থনৈতিক বিনিয়োগ ছাড়াই অভিবাসন খাত থেকে প্রতিবছর ১৩-১৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। যা আমাদের জিডিপিতে ৭ দশমিক ২৪ শতাংশ অবদান রাখছে। ২০১৭ সালে আমরা সোয়া ১০ লাখ ও ২০১৮ সালে সাড়ে ৭ লাখ কর্মী বিদেশে পাঠাতে সক্ষম হয়েছি। চলতি বছর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ১২ লাখ কর্মী বিদেশ পাঠানোর লক্ষ্য মাত্রা ধার্য করা উচিত। আশা করা যায়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইমরান আহমেদের নেতৃত্বে সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠানোর দ্বার উন্মোচিত হবে।

একই সঙ্গে আশা করা যায় বন্ধ হয়ে যাওয়া আমাদের আরেকটি বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে খুব দ্রুতই আমরা কর্মী পাঠাতে পারব। সে কারণে আমাদের অভিবাসন কূটনীতি আরও জোরদার করে নিয়ন্ত্রিত অভিবাসন ব্যয়ের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে। আমাদের জিডিপিতে পোশাক খাতের বড় অবদান থাকলেও ভবিষ্যতে এ খাতের চ্যালেঞ্জ অনেক।

তিনি চাকরি নিয়ে বিদেশ গমন ইচ্ছুকদের উদ্দেশে বলেন, অভিবাসন ব্যয়, বেতন, কর্ম পরিবেশ, কাজের ধরন প্রভৃতি সম্পর্কে জেনে বিএমইটির সঠিক ছাড়পত্র নিয়ে বিদেশে গেলে প্রতারিত হওয়ার আশঙ্কা কম থাকে। না জেনে না বুঝে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসার মাধ্যমে অবৈধভাবে চাকরির উদ্দেশ্যে বিদেশ যাওয়া মোটেই ঠিক নয়।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।