এম, এ, আলীম (যশোর প্রতিনিধি): কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫ তম জন্মবার্ষিকী ও সপ্তাহব্যাপী মধুমেলা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। মেলা চলবে ২৮ জানুয়ারী পর্যন্ত। সংস্কৃত মন্ত্রণালয় এর আয়োজনে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকেল ৩টায় সাগরদাঁড়িতে মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।
উদ্বোধনী দিনে আলোচনানুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ আফিল উদ্দিন এমপি, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এমপি, কাজী নাবিল আহম্মেদ এমপি, রণজিৎ কুমার রায় এমপি ও প্রাক্তন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি।
যশোরের কেশবপুর উপজেলা সদর থেকে ১৩ কিলিােমটিার দক্ষিণে সাগরদাঁড়ি গ্রামে জমিদার রাজনারায়ণ দত্ত ও মাতা জাহুরী দেবীর সংসারে ১৮ ২৪ সালে জন্মগ্রহণ করেন অমিত্রাক্ষর ছন্দের জনক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। নিজ গ্রামে মধু কবির শৈশব কাটে। উচ্চ শিক্ষা লাভের জন্য তিনি ১৮৩০ সালে সাগরদাঁড়ি ছেড়ে কোলকাতার খিদিরপুরে চলে যান। লেখাপড়া করাকালিন ফ্রান্সের সুদুর ভার্সাই নগরীতে বসে তিনি রচনা করেন চতুর্দশপদী কবিতা সনেট। লেখাপড়ার টানে তিনি বিদেশে থাকলেও ভোলেননি তার নিজ গ্রাম সাগরদাঁড়ি আর পাশ দিয়ে বহমান কপোতাক্ষ নদকে। তার সাহিত্য কর্ম আর দেশম্ববোধ চির জাগরুক রয়েছে মধু পরিমন্ডলে। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার এক হাসপাতালে মাত্র ৪৯ বছর বয়সে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতিবছর ২৫ জানুয়ারী সংস্কৃত মন্ত্রণালয় সপ্তাহব্যাপী মধু মেলার আয়োজন করে থাকে। এবার এস এসসি পরীক্ষার কারণে এ মেলা এগিয়ে নিয়ে ২২ জানুয়ারী থেকে শুরু হচ্ছে, চলবে ২৮ জানুয়ারী পর্যন্ত। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ি ২০০১ সালে ১১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয় মধুপল্লী নির্মাণ কাজ। সাগরদাঁড়ি মধুসূদন মিউজিয়াম, পিকনিক কর্ণার, মধু মঞ্চ ও সুদৃশ্য গেট নির্মিত হয়। এ ছাড়ারয়েছে পর্যটন কেন্দ্র। প্রতিবছর শীতের শুরু থেকে বিভিন্ন পরিব্রাজক, শিক্ষা প্রতিষ্ঠাণ থেকে শিক্ষা ভ্রমন এবং পিকনিক পার্টির ও আগমন ঘটে সাগরদাঁড়িতে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ মেলায় রুপ নেয় মধু মেলা। মেলা উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান সাংবাদিকদের জানান, মেলায় মধু ভক্তদের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …