নির্বাচন বাতিলের দাবিতে ৩০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ

গত ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাতিল চায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট।

সেই নির্বাচন বাতিল করে দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আবার নির্বাচন করতে দাবি জানিয়েছেন তারা। এ উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি দেশব্যাপী কালো পতাকা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

গতকাল (মঙ্গলবার) সিপিবি কার্যালয়ে দলীয় সভায় এ কর্মসূচি সিদ্ধান্ত নেয়া হয়।

গত ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে ভুয়া ভোটের নির্বাচন অভিযোগে সভায় ‘ভোট ও ভাতের’ অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়।

এ উপলক্ষে আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জেলায় জেলায় সভা সমাবেশ করার কথা জানায় তারা।

এসময় আন্দোলন অব্যাহত রাখতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়াও ৩০ ডিসেম্বর অনুষ্ঠি জাতীয় নির্বাচন নিয়ে গণতদন্ত কমিশন গঠন বিষয়ে আলোচনা করা হয়।

এজন্য সভায় আগামী ২৮ জানুয়ারি গোলটেবিল বৈঠক করার সিদ্ধান্ত হয়।

সিপিবি কার্যালয়ে মঙ্গলবারের এ সভায় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সিপিবি’র সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী,বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোমিনুর রহমান প্রমুখ।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।