ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: সাতক্ষীরায় দেবহাটায় মৎস্যঘের থেকে আলী হোসেন (২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত আলী হোসেন সখীপুর ইউনিয়নের মাঝ সখীপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।
আজ বুধবার সকালে দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নের কেওড়াতলা মৎস্যঘের থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, আলী হোসেন দিনমজুরের কাজ করতেন। মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ নিয়ে তার পরিবার থানায় জিডিও করেছিল।
বুধবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ কেওড়াতলা মৎস্যঘের এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
নিহতের ভাই সখীপুর ইউপি সদস্য আকবর আলী জানান, তার ভাবির সঙ্গে স্থানীয় জাকিরের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে সালিশ বৈঠকও হয়েছিল। এর জের ধরে তার ভাইকে হত্যা করা হতে পারে বলে জানান তিনি।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …