বড়দলে সেমি ফাইনালের দ্বিতীয় খেলায় চাঁদখালি একাদশ জয়ী

ক্রাইমবার্তা রিপোর্টঃ  আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে আটদলীয় ডাবল ফ্রিজ নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের সেমি ফাইনাল এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বড়দল বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এই খেলায় আশাশুনি উপজেলার চাঁদখালি ক্রিকেট একাদশ ও শ্রীউলা ক্রিকেট একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। টসে জিতে চাঁদখালি ক্রিকেট একাদশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। শ্রীউলা ক্রিকেট একাদশ ৩০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করে। জবাবে চাঁদখালি ক্রিকেট একাদশ ২৩.৫ ওভারে ৫ উইকেটে ১৪৬ জয়লাভ করে। দর্শক নন্দিত খেলায় বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্ল্যার সভাপত্বিতে। বড়দল আওয়ামীলীগের সভাপতি সুরঞ্জন ঢালীর পরিচালনায় উপস্থীথ ছিলেন বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী গাজী, মাষ্টার আকবর আলী গাজীসহ সকল মুক্তিযোদ্ধা বৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সভাপতি মহাশীন আলী লিটন, যুবলীগ নেতা মনিরুজ্জামান (টিটু), বিএম আলাউদ্দীন, কামরুজ্জামান (মিঠু),জি এম মিজানুর, রফিকুল, মঞ্জু সানা, সাবেক মেম্বার কাদাকাটি ইউনিয়ন মোঃ ইয়াছিন হায়দার, হরিদাস ব্যানার্জী, জনপ্রতিনিধিবৃন্দ ও এলাকার হাজার হাজার দর্শক উপস্থিত থেকে। মনোমুগ্ধকর এই খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন নাসিরউদ্দীন ও শাহাদাৎ হোসেন জেসন এবং ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও আল মামুন। স্কায়ার বোডের দায়িত্বে ছিলেন মোঃ অলিউর রহমান ও আলামিন।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।