সুযোগ পেয়েও ফর্মহীন সৌম্য

ক্রাইমর্বাতা রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩২তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে রাজশাহী কিংস। উদ্বোধনীতে জনসন চার্লসের সঙ্গে ৬ ওভারে ৫০ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।

খালিদ আহমেদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে বিদায় নেয়ার আগে ২০ বলে ২৬ রান করেন সৌম্য। চলতি বিপিএলে রানখরায় ভুগছেন জাতীয় দলের এই ওপেনার। রাজশাহীর হয়ে আগের ৬ ম্যাচে (৪, ১১*, ০, ১৮, ২ ও ৩) সবমিলে ৩৮ রান করেন সৌম্য।

বিপিএলের ৪৯ ম্যাচ খেলে ১৩.৬৯ গড়ে এক ফিফটিতে ৫৮৯ রান করেন সৌম্য।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই কিংসের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

চলতি বিপিএলে ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগং ভাইকিংস।

অন্যদিকে ৯ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে টেবিলের ছয়ে পড়ে আছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন রাজশাহী কিংস।

রাজশাহী কিংস: জনসন চার্লস, সৌম্য সরকার, লরি ইভান্স, মুমিনুল হক, রায়ান টেন ডেসকাট, ক্রিশ্চিয়ান জনকার, মেহেদী হাসান মিরাজ, ফজলে মাহমুদ, মোস্তাফিজুর রহমান, আরাফাত সানি ও কামরুল ইসলাম রাব্বি।

চিটাগং ভাইকিংস: মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, নজিবুল্লাহ জাদরান, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, খালিদ আহমেদ ও রবিউল

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।