কালিগঞ্জ প্রতিনিধি :কালিগঞ্জে ক্ষমতার অপব্যহার করে আওয়ামীলীগের এক প্রভাব শালী নেতা দীনমুজুর জাহিদুন্নেছার সম্পদ থানা পুলিশের আদেশ উপেক্ষা করে দখল করে চলেছে। ঘটনাটি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর গ্রামে কার্পেটিং সড়ক সংগলেœ ঘটেছে। কালিগঞ্জ প্রেসক্লাবে নারায়নপুর গ্রামে আব্দুল আজিজের স্ত্রী জাহিদুন্নেছা স্বাক্ষরিত অভিযোগে জানান নারায়নপুর গ্রামে আদর আলী মোড়লের পুত্র আওয়ামীলীগ নেতা আবুল হোসেন আদালতের আদেশ উপেক্ষা করে সম্পন্ন গায়ের জোরে নিরিহ ও অসহায় ব্যক্তিদের জমি দীর্ঘদিন যাবত জবর দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। এক পর্যায়ে ১৭ জানুয়ারী ২০১৯ তারিখে পি ১৯/১৯ (কালি:) নং মামলার দায়ের করিয়া আদালত হইতে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারা ধানা অফিসার ইনচার্জ এর মাধ্যমে জারি করেন। এসময় বিরোধেয় সম্পপ্তিতে স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দেওয়া হয়। কিন্তু আবুল হোসেন আদালতের আদেশ কে বিদ্ধাঙ্গুলী দেখিয়ে লাটিয়াল বাহিনি নিয়ে পাকা প্রাচির নির্মান অব্যাহত রেখেছে। ঘটনাটি এলাকায় চানচল্লের সৃষ্টি হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কর্তৃক অসহায়ের জমি আত্মসাত ও জবর দখলের প্রতিবাদে স্থানীয়রা সোচ্ছার হচ্ছে। বিষয়টিকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। লিখিত অভিযোগে আরো জানাগেছে, নারায়নপুর মৌজার ৩২ নং জে এল ও ডি এস ক্ষতিয়ান ২৮৮ দাগনং-৯৩,২৮১,২৮২,২৮৩,২৮৪,২৮৫,এস এ ৯৬৩ ক্ষতিয়ান সহ পৃথক ৬ টি ক্ষতিয়ানে ৪৪ শতক জমি আবুল হোসেন জোর পূর্বক ভুয়া কাগজ পত্র বুনিয়াদে জবর দখল করেছে। আওয়ামীলীগ নেতা আবুল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সহজ সরল মানুষের হায়রানির করার অভিযোগ ও রয়েছে।
Check Also
ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের ডাক
আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বাংলাদেশ অভিমুখ নদীগুলোয় অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় ভারতের বিরুদ্ধে প্রতিরোধ …