তালা ডিগ্রি মহিলা কলেজে সংবর্ধনা অনুষ্টানে এড,মুস্তফা লুৎফুল্লাহ, এমপি

আকবর হোসেন,তালা: তালায় ২৭ জানুয়ারী সকালে তালা ডিগ্রি মহিলা কলেজে সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড,মুস্তফা লুৎফুল্ল্াহ একাদশ সংসদ নির্বাচনে নিরস্কুশ বিজয় লাভ করায়,মাননীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান, তালা মহিলা কলেজের ২০১৮ সালে এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫.০০ কৃতি ছাত্রীদের সংবর্ধনা এবং ২০১৯ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে ।

তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়) আসনের সংসদ সদস্য এড,মুস্তফা লুৎফল্লাহ। তালা মহিলা কলেজের প্রভাষক গাজী আসাদুজ্জামানের পরিচালনায় সুচনা বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের অদ্যক্ষ মো: আব্দুর রহমান । যিনি তালা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ । ১৯৯৪ সাল হতে উক্ত কলেজটিকে অধ্যক্ষ মো: আব্দুর রহমান তিল তিল করে গড়ে তুলেছেন । বর্তমান উক্ত কলেজটি সাতক্ষীরা জেলার মধ্যে অন্যতম সেরা কলেজরুপে প্রতিষ্ঠা পেয়েছে । ২০১৮ সালে উক্ত কলেজ হতে এইচ এস সি পরীক্ষায় ১১ জন জিপিএ-৫.০০ পেয়েছে এবং ৫ জন ছাত্রী মেডিকেলে চান্স পেয়েছে । মহিলা কলেজের হতে মেডিকেলে চান্স পাওয়া ছাত্রী ধৃতি মন্ডল বলেন,আমি উক্ত কলেজে লেখা পড়া করে মেডিকেলে চান্স পেয়েছি । এটা আমার গর্ব । যার পিছনে সবচেয়ে বড় অবদান উক্ত কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান স্যার এবং তার সহ-ধমিনী । স্যার এবং তার স্ত্রী ২জনে মিলে আমাদের মা বাবার আদরে লেখা পড়া করিয়েছেন । আমরা মহিলা কলেজের হোষ্টেলে থেকে লেখা পড়া করেছি । কখনও মনেই হয়নি আমরা হোষ্টেলে আছি । মনে হয় মা বাবার কাছেই আছি । যেমনি লেখার প্রতি মনোযোগী করার জন্য শাসন, তেমনি পিতা মাতার ¯েœহ, এক কথায় স্যারের অবদান কখনও আমরা ভুলতে পারবো না । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ,তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, কলেজের প্রতিষ্ঠাতা এমএ কাশেম,উক্ত কলেজের উপধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, কলেজের গর্ভানিং বোর্ডের সদস্য সার্স এর সম্মানিত পরিচালক শেখ ঈমান আলী,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,আওয়ামীলীগ নেতা অধ্যাপক আ: গফ্ফারসহ,সাংবাদিক, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রী বৃন্দ । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উক্ত কলেজের ২য় বর্ষের ছাত্রী মাহবুবা ফেরদৌস দোলা । অনুষ্ঠান শেষে সম্মানীত অতিথিসহ কৃতি ছাত্রীদেরকে পুরস্কার প্রদান করা হয় ।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।