দেবহাটায় নিন্মমানের ইট দিয়ে দায় সারাভাবে রাস্তা সংষ্কারের অভিযোগ

দেবহাটা প্রতিনিধি :: দেবহাটার ভাঁতশালায় নিন্মমানের ইট দিয়ে দায়সারাভাবে রাস্তা সংষ্কারের অভিযোগ উঠেছে ইউপি সদস্য কামরুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগে জানা গেছে,দেবহাটা উপজেলার ভাঁতশালা বিশ্বাস পাড়া জামে মসজিদ থেকে পার্শ্ববর্তী পিচের রাস্তার মুখ পর্যন্ত প্রায় আড়াই’শ ফুট ইটের সোলিং রাস্তা সংষ্কারের জন্য এলজিইডির এডিপি প্রকল্পের অধীনে সরকারী ৯০ হাজার টাকা বরাদ্দ থাকলেও, নিন্মমানের ইট দিয়ে দায়সারাভাবে সংষ্কার কাজ করে সরকারী টাকা নিজের পকেটে ভরছেন ইউপি সদস্য কামরুল।

তাছাড়া দায়সারাভাবে করা রাস্তা সংষ্কারের পরপরই যেকোন যানবহনের যাতায়াতেই রাস্তার ইট আবারো ঘের ও পুকুরের মধ্যে ধসে পড়ছে বলেও অভিযোগ করে উক্ত রাস্তাটি পুন:রায় স্থায়ী সংষ্কার সহ ইউপি সদস্য কামরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে স্থানীয়রা।

এব্যাপারে এলজিইডির প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, কাজ চলাকালীন আমাদের থাকার কথা থাকলেও, আমাদের দপ্তরকে না জানিয়ে শুক্রবার অফিস ছুটি থাকাকালীন রাস্তা সংষ্কারের কাজ করেছে স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম। আমরা কাজে অনিয়মের অভিযোগ পেয়েছি,তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

##

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।