ফিরোজ হোসেনঃ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডেট এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় কেশবপুর উপজেলার ভান্ডারখেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কেশবপুর শাখার ব্যবস্থাপক মো. রোস্তম আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. আনোয়ারুল হুসাঈন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যানন্দকাঠি ইউপি মেম্বর মো. বাবর আলী শেখ, সুখানুর হোসেন, শিক্ষক রবিউল ইসলাম, মাও. মনিরুজ্জামান,মশিউর রহমান। আরও উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসার ফজলুর রহমান, আব্দুল হাকিম, সাংবাদিক ফিরোজ হোসেন,অজিহার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কেটিং ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বুলবুল ও মো. রাশেদুল ইসলাম
